রাজধানীর কাফরুলে অবস্থিত উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪’ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত হয়েছে “UKHS 94″। স্কুলের বন্ধু মানেই আত্মা বা শিকড়ের সন্ধান। সেই শিকড়ের সন্ধানে উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুরা একত্রিত হওয়ার উদ্দেশ্যে চালু করেছে ফেসবুক গ্রুপ “UKHS 94″।

UKHS 94 খুব শীঘ্রই করোনা পরিস্থিতি বিবেচনায় এক মিলন মেলার আয়োজনের পরিকল্পনা করছে। শুধু মিলন মেলাই নয় শৈশবের স্মৃতি ধারণে নিতে যাচ্ছে বেশ কিছু উদ্যোগ।

লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সংগঠনটির উদ্যোক্তা ও প্রধান সঞ্চালক মোহাম্মদ মহসীন বলেন- “দেশ/বিদেশে অবস্থানরত উত্তর কাফরুল স্কুলের এসএসসি ৯৪ এর সকল বন্ধুদের এক ছায়াতলে এনে একসাথে কল্যাণকর কিছু করার ইচ্ছে আছে। ফেসবুকে শুধু আড্ডাটা আমাদের মূল লক্ষ্য নয়। আমরা একে অপরের পাশে দাড়াতে চাই”।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে