

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে ধারণার চেয়েও বেশি পানি রয়েছে বলে দাবি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’। এতদিন চাঁদকে শুষ্ক ও রুক্ষ মনে করা হলেও সেই ধারণা বদলে দিয়েছে বিজ্ঞানীদের নতুন এক গবেষণা। আগে ধারণা করা হয়েছিলো, চাঁদে সামান্য পরিমাণ পানি থাকতে পারে। নতুন গবেষণা বলছে, অনুমানের চেয়েও অনেক বেশি পানির সন্ধান মিলেছে চাঁদের আলোকিত পৃষ্ঠে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্ট্র্যাটোস্ফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি বা সোফিয়া টেলিস্কোপে চাঁদের আলোকিত অংশে পানির অস্তিত্ব ধরা পড়েছে। নাসার বিজ্ঞানীরা ন্যাচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত পৃথক দুই গবেষণা প্রবন্ধে এ সংক্রান্ত তথ্য-প্রমাণ হাজির করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদের মেরু অঞ্চলে বিপুল পরিমাণ বরফ জমা রয়েছে। এছাড়া মাটির নিচে খুব ছোট ছোট গর্তে পানি জমা রয়েছে। ভবিষ্যতে নভোচারীরা চাঁদে গেলে বা চাঁদে স্থায়ী আবাস গড়লে এই পানি জীবনধারণে সহায়তা করবে বলে ধারণা বিজ্ঞানীদের।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























