ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সকালে ঢাকেশ্বরী মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দিরে বেল গাছের নিচে অনুষ্ঠিত হয় এই পূজা। ফুল, ফল, প্রদীপ, ঢাক, শঙ্খ আর উলুধ্বনীতে দেবীকে আমন্ত্রণ জানান ভক্তরা।
প্রতিবছর আড়ম্বরপূর্ণভাবে দুর্গাপূজা অুনষ্ঠিত হলেও এ বছর করোনা অতিমারীর কারণে উৎসব বর্জন করে শুধুমাত্র শাস্ত্রীয় নিয়ম মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। সেইসাথে মন্দিরেও ভক্তদের প্রতিমা দর্শনকে নিরুৎসাহিত করা হয়েছে। সন্ধ্যা আরতীর পর মণ্ডপে দর্শনার্থী প্রবেশেও রয়েছে বিধিনিষেধ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























