ঝিনাইদহে মানবাধিকার নাট্য পরিষদের উদ্যোগে ১৯তম নাট্য উৎসব উপলক্ষে র্যালী,গুনিজন সংবর্ধনা-ভাষা সংগ্রামী,কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকালে ১১১ শেরে বাংলা সড়ক ঝিনাইদহ থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষীন করে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।র্যালীতে অংশ নেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাট্য কলা বিভাগের ড.আমির জামানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে (শুক্রবার) সন্ধা রাতে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাট্য কলা বিভাগের ড.আমির জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ঝিনাইদহের সভাপতি একরামুল হক লিকু, সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ সামছুল আলম ও জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি নাজিম উদ্দিন জুলিয়াস। উপস্থিত স্বাগত বক্তব্য রাখেন ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দীকী সমি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার নাট্য পরিষদের সাধারন সম্পাদক শাহ নাহিদ নেওয়াজ,এ্যাডঃ আব্দুর রশীদ, বিহঙ্গের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহীনূর আলম লিটন,সাংবাদিক াহিদুর রহমান তারিক। অনুষ্ঠান পরিচালনা করেন প্রিতম পাল। আলোচনা শেষে প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাট্য কলা বিভাগের ড.আমির জামানসহ অতিথিবৃন্দ গুনিজন সংবর্ধনা-ভাষা সংগ্রামী,কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট বিতরন। এছাড়াও ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমীর নাটকের কলাকৌশলী ও ২০ সদস্য শিল্পী দল ভারতে নাটক মঞ্চস্থ করে দেশে ফিরে আসায় মানবাধিকার নাট্য পরিষদের উদ্যোগে উপস্থিত ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দীকী সমি সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করেন। গুনিজন সংবর্ধনা-ভাষা সংগ্রামী,কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট বিতরন শেষে নাটক প্রদর্শন করা হয়। হাজার নাটক ভক্ত ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাহিদুর রহমান তারিক
ঝিনাইদহ, বিডি টাইমস নিউজ