বুধবার সকালে রাজধানীর ডিআরইউতে একটি ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অভিন্ন নদীর পানি সমাধানে সরকারকে আন্তর্জাতিক আইনে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করে আরও বলেন, গতকাল গাইবান্ধায় নাশকতা মামলার রায়ে বিএনপি নেতাকর্মীরা সুবিচার পায়নি।
গঙ্গা ব্যারেজের যে প্রস্তাব বাংলাদেশ দিয়েছিলো, সে প্রস্তাব নাকচ করে দিয়ে নতুন করে নো ম্যানস ল্যান্ডে ব্যারেজ নির্মাণ করতে বলছেন। তারাও সেটা শেয়ার করবে, আমরাও ভাগ পাবো..! তাহলে আমাদের পাওনাটা কোথায়-জিজ্ঞাসা ফখরুলের। তিনি বলেন, পাওনার কথা বললেই আমি ভারতবিরোধী হয়ে গেলাম? আমি কখনো ভারত বিরোধী না। আমি ভারতের জনগণের বিরুদ্ধে কখন-ই নই। আমি আমার পাওনা বুঝে পেতে চাই। মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিস্তায় পানি কম থাকায় বাংলাদেশকে পানি দেওয়া হবে না। আগে পশ্চিমবঙ্গের পানির চাহিদাপূরণ করে পরে অন্য চিন্তা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তিস্তার পানির আশ্বাস নিয়ে এসেছিলেন- এটা নাকি খুব শিগগিরই হবে। কিন্তু মমতা বন্দোপাধ্যায় গতকাল সেটা শেষ করে দিয়েছেন- ‘প্রশ্নই ওঠে না, আমার তিস্তায় কোনো পানি নেই, পানি দেওয়ার কোনো কারণ নেই! আবার বাঁধও তুলে ফেলতে বলেছেন।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ