মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে তিতাস। পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এ কমিটি।
ফায়ার সার্ভিস বলছে, এসি বিস্ফোরণে নয়, প্রাথমিক তদন্তে গ্যাস লাইনে ত্রুটি পাওয়া গেছে। ঘটনাস্থল ঘুরে দেখেছেন, তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন। তিনি জানান, এ ঘটনায় তিতাসের কর্মকর্তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





















