খানদান পরিবারের জন্য আজকের দিনটি অনেক আনন্দের। বলিউড সুপারস্টার সালমান খান মামা বনে গেছেন। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সল্লুর ছোট বোন অর্পিতা খান শর্মা। সালমানের ভাগ্নের নাম রাখা হয়েছে আহিল।
অর্পিতার স্বামী আয়ুশ শর্মা বুধবার (৩০ মার্চ) টুইটারে একটি ভালুকের ছবি পোস্ট করে এ সুখবর ভাগাভাগি করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের রাজপুত্র এসে গেছে।’
অন্যদিকে নতুন অতিথির জন্য ইতিমধ্যে শপিং করা শুরু করে দিয়েছেন সালমান। তবে মজার ব্যাপার হলো, কোনো শপিং মলে গিয়ে নয়, ল্যাপটপ নিয়ে। মানে হলো, অনলাইনে বসে ভাগ্নের জন্য সবকিছু ক্রয় করছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। কেননা বলিউডের এই অভিনেতা লোকাল জায়গায় গিয়ে শপিং করতে পছন্দ করেন না।
২০১৪ সালের নভেম্বরে আয়ুশের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েন অর্পিতা। গত মাসে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় অর্পিতার বেবি শাওয়ার অনুষ্ঠান।