গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রস্তাব গ্রহণ ও পারস্পরিক সহায়তার আশ্বাসের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৩৬তম সম্মেলন। শনিবার রাজধানীতে শুরু হয় পাঁচ দিনের এই সম্মেলন।

আজ শেষ দিন সকালে বিভিন্ন দেশের রাজনৈতিক প্রতিহিংসা ও হামলা প্রতিহত করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা প্রস্তাব নিয়ে আলোচনার কথা রয়েছে। এবারের সম্মেলনে দুর্বল দেশের অভ্যন্তরীণ বিষয়ে সবল দেশের হস্তক্ষেপ বন্ধে, প্রথমবারের মতো একটি প্রস্তাব গ্রহণ করা হচ্ছে।

গতকাল কমিটি সভায় ৪৪-১০ ভোটে প্রস্তাবটি পাস হয়। আজকের সাধারণ সভায় এটি গৃহীত হওয়ার কথা রয়েছে। তীব্র খরায় ইয়েমেন, সাউথ সুদান, সোমালিয়া ও কেনিয়ায় দুর্ভিক্ষপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়েছে সম্মেলনে।

আজ দুপুরে হবে সমাপনী সংবাদ সম্মেলন। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আইপিইউ সম্মেলনের। এই সম্মেলনে ১৩২টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদীয় প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে