তারকাদের সেলফি-প্রীতির খবর সবারই জানা। কিছু সেলফি যে অন্যরকম ভালোলাগার জন্ম দেয় সেটা বোঝা যায় ক্যাপশন দেখে। মডেল ও অভিনেত্রী সুজানা জাফর তেমনই একটি সেলফি তুলেছেন। ‘প্রিয় অভিনেতা’ তৌকীরের সঙ্গে প্রথমবার কাজ করেছেন সুজানা। সেলফিটা তার সঙ্গেই।

নাটক ও মিউজিক ভিডিও নিয়ে দারুণ ব্যস্ত সুজানা জাফর। পেছনে ফিরে তাকানো সময় নেই। নতুন একটি নাটকে তাকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদের বিপরীতে। এতো নাটকে কাজ করলেও এই শিল্পীর সঙ্গে তার কাজ হয়নি। যে কারণে সুজানার কাছে ‘চট্রো মেট্রো’ টেলিছবিটি বিশেষভাবে উল্লেখযোগ্য।

চট্টগ্রামের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন তৌকীর ও সুজানা। কাজ শেষে তারা ফিরেছেন ঢাকায়। টেলিছবিটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।

তৌকীর আহমেদ সম্পর্কে সুজানার মন্তব্য, ‘কাজ করতে গিয়ে তার সহযোগিতা পেয়েছি। বেশ ভালো মানুষ তিনি। সুন্দর মনের মানুষ তিনি। দেরিতে হলেও পর্দায় তার সঙ্গে দেখা হয়েছে। এটা বেশ ভালো লাগছে।’

তৌকীর আহমেদ ও সুজানা জাফরের পাশাপাশি ‘চট্রো মেট্রো’তে আরও আছেন সাদিয়া জাহান প্রভা। প্রভার সঙ্গেও সুজানার প্রথম কাজ এটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে