আদালতের নির্দেশে দায়িত্ব ফিরে পেলেও, আবারো রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের দুই মেয়রকে বরখাস্ত করা হয়েছে।রোববার সকালে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে আবারো তাদের বরখাস্ত করা হয়।স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, দুজনের বিরুদ্ধেই মামলা বিচারাধীন থাকায় তাদের পুনরায় বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা।
রাজশাহী: সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহী নগর ভবনে উপস্থিত হন সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তবে দরজায় তালা ঝুলতে থাকায় কার্যালয়ে প্রবেশ করতে পারেননি তিনি। এ নিয়ে মেয়র সমর্থক বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঠিক এর কয়েক ঘণ্টা পর বিশেষ ট্রাইব্যুনালে থাকা মামলা আমলে নিয়ে আবারো মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সিলেট: বরখাস্তের ২ বছর ৩ মাস পর দায়িত্ব গ্রহণ করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বেলা ১১টায় তাকে অভ্যর্থনা জানান সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু ৩ ঘণ্টার মাথায় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলার চার্জশিটে আরিফুল হকের নাম থাকায় আবারো তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এর আগে ৪টি মামলার চার্জশিটে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নাম থাকায় ২০১৫ সালের ৭ই মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করেছিলো। অন্যদিকে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটে মেয়র আরিফুল হক চৌধুরী নাম থাকায় ২০১৪ সালে তাকেও বরখাস্ত করা হয়েছিলো।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ