দেশীয় পণ্যের প্রসারে চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের উদ্যোগে এবারের মেলা উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এ উপলক্ষে আজ এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, এ বছর ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। থাইল্যান্ড, ভারত, ইরানের পাশাপাশি এবার মেলায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে মরিশাস।
এবারের মেলায় থাকছে ৩৫টি প্যাভিলিয়ন। সার্বিব নিরাপত্তা দিতে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান আয়োজকেরা।
বিজনেস ডেস্ক, বিডি টাইমস নিউজ



























