জাতিয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাধি প্রাঙ্গনে আয়োজিত শিশু সমাবেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক থেকে সন্তানদের দূরে রাখতে সচেতন হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়তে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু সমাবেশে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান।

বাংলাদেশের স্বাধীনতার রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্ম টুঙ্গি পাড়ায়। আর এখানেই চিরনিদ্রায় শায়িত তিনি। তাই শুক্রবার তার জন্মবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিন বাহীনির একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। পরে সমাধিস্থলে মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

জাতিয় শিশু দিবস উপলক্ষে বিকেলে সমাধি প্রাঙ্গনে আয়োজিত শিশু সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশে কোন পথ শিশু থাকবে না। প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার।সন্তানরা যেন জঙ্গিবাদে না জড়িয়ে পড়ে সেদিকে নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, ‘প্রত্যেক অভিভাবক ও শিক্ষকরা শিশুদের খোঁজ খবর রাখবেন। শিশুরা স্কুলে উপস্থিত আছে কি না দেখবেন। উপস্থিত না থাকলে খোঁজ খবর নেবেন। যেন তারা বিপথগামী হয়ে কোন প্রকার অপরাধ বা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।পরে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে