দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে পানি বৃদ্ধি ও তীব্র স্রোত এবং শিমুলিয়া কাঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধের কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। শিমুলিয়া-কাঠালবাড়ি রুটের যানবাহন দৌলতদিয়া প্রান্ত দিয়ে আসা এবং দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে তীব্র স্রোত থাকায় ফেরি ঘাট গুলোতে ফেরি ভিড়তে সময় লাগছে আগের চাইতে দ্বিগুণেরও বেশি। আগে যেখানে পাটুরিয়া থেকে দৌলতদিয়ায় ঘাটে ফেরি ভিড়তে সময় লাগত আধা ঘণ্টা বর্তমানে তীব্র স্রোতের কারণে ফেরি ভিরতে সময় লাগছে ১ ঘণ্টারও বেশি।

এদিকে দৌলতদিয়ায় রয়েছে ফেরি ঘাটের সংকট ও তীব্র স্রোতের কারণে মহাসড়কে কয়েকশ যানবাহন ফেরি পারাপার হতে যানজটে রয়েছে। রয়েছে ঘাট সংকটও। দৌলতদিয়ায় গত বছর নদী ভাঙ্গনে ১ ও ২ নং ফেরি ঘাট বিলিন হলেও আজও চালু না হওয়ায় ঘাট সংকট রয়েছে এ রুটে । বর্তমানে ৬টি ফেরি ঘাটের ৪টি ঘাট সচল রয়েছে।

ফেরি পারাপার ব্যাহত হওয়ার কারণে মহাসড়কে ফেরি পার হতে কয়েকশ যানবাহনের সারি দেখা গেছে। তবে যাত্রীবাহী বাসের চাইতে পণ্যবাহী ট্রাক রয়েছে সবচেয়ে বেশি। এদিকে দৌলতদিয়া ফেরি ঘাট হয়ে যে যানবাহন গুলো ঢাকাসহ বিভিন্ন জেলায় পারাপার হবে সেগুলোকে গোয়ালন্দ মোড় এলাকায় সিরিয়ালে রাখা হয়েছে। এখানেও প্রায় কয়েকশত যানবাহন রয়েছে ফেরি পারের অপেক্ষায়। তবে বেশিরভাগ যানবাহনই পণ্যবাহী। যাত্রীবাহী বাস ,গরুর গাড়ি এবং ছোট ব্যক্তিগত যানবাহন জরুরি ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

ঘণ্টার পর ঘণ্টা বসে যাত্রী, চালক ও স্থানীয়রা জানান, প্রতিদিন পানি বৃদ্ধি, তীব্র স্রোত, ঘূর্ণন থাকা এবং ফেরি ঘাট এলাকায় ভাঙ্গন দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছি।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি সহকারী ঘাট ব্যবস্থাপক মাহাবুব আলম বলেন, শিমুলিয়া কাঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ পড়েছে দৌলতদিয়া ফেরি ঘাটে। প্রতিদিনই পানি বৃদ্ধির কাণে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তীব্র স্রোত ও ঘুর্ণনের ফলে ফেরি চলাচল ব্যহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। তবে আগের চাইতে ঘাটে ফেরি ভিড়তে সময় লাগছে দ্বিগুনেরও বেশি। যে কারণে ফেরি পার হতে কয়েকশত যানবাহন মহাসড়কে যানজট রয়েছে দৌলতদিয়ায়। গোয়ালন্দের মোড় এলাকায়ও কয়েকশত যানবাহন রয়েছে ফেরি পারাপারের অপেক্ষায়। যানবাহন পারাপার করতে বর্তমানে ১৩টি ফেরি চলাচল করছে। বর্তমানে দৌলতদিয়ায় ৪টি ফেরি ঘাট দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে