শেষ হলো পশ্চিমবঙ্গ কবিতা উৎসব। কবিতা একাডেমির উদ্যোগে আয়োজিত তিনদিনের এ উৎসবে অংশ নেন বাংলাভাষার বরেণ্য কবিরা। তবে কোন অংশগ্রহণ ছিলো না বাংলাদেশের কবিদের। উৎসব ঘুরে তৈমুর মোহাম্মদ সালাহ্উদ্দিনের প্রতিবেদন।
পৃথিবীতে মাত্র দ্বিতীয় উদাহরণ এটি, স্বতন্ত্র একটি সাহিত্য আকাদেমি থাকার পরও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি।পাচার এর শিকার নারীদের কন্যারা রবিঠাকুরের কবিতা পড়ে শুরু করলো উৎসব। তোমাকে ধরে বেঁচে রয়েছি, কবিতা– এই শ্লোগানে শুরু হওয়া উৎসব উদ্বোধন করেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবিতা উৎসবের অনুষ্ঠানগুলি একসঙ্গে হয়েছে রবীন্দ্রসদন ছাড়াও শিশির মঞ্চ ও বাংলা আকাদেমির সামনের প্রাঙ্গণে। উদ্বোধনী অনুষ্ঠানে কবি জীবনানন্দ সম্মান তুলে দেয়া হয় প্রবীণ কবি মনীন্দ্র গুপ্তর হাতে, কাজী সব্যসাচী আবৃত্তি সম্মান পান আবৃত্তিশিল্পী প্রদীপ ঘোষ।
উৎসবে আমন্ত্রিত ছিলেন না বাংলাদেশের কোন কবি, স্বয়ং কবিতা আকাদেমির সভাপতি বললেন বাংলাদেশের কবিতা ছাড়া বাংলা কবিতা অসম্পূর্ণ।আবৃত্তি ও কবিতা লেখার সঙ্গে যুক্ত অনেকেই এদিন রবীন্দ্রসদন চত্বর থেকে কবিতার প্রতি ভালবাসার আহ্বানে আয়োজিত পদযাত্রায় পা মেলান। তবে সেখানে কবিদের চেয়ে আবৃত্তির মানুষই ছিলো বেশি।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ