তামিম-মুমিনুল আউট না হলে গল টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের হতে পারতো। তামিম-সৌম্যর রেকর্ড ওপেনিং জুটির পরও হতাশা টাইগার শিবিরে। দারুণ খেলতে থাকা তামিমের বিদায়ের পর আউট হয়েছেন মুমিনুলও। দিন শেষে বোর্ডে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩৩ রান। এখনো পিছিয়ে ৩৬১ রানে।
শ্রীলঙ্কাকে পাঁচশর আগে আউট করে টাইগার শিবিরে স্বস্তি। তামিম-সৌম্যর ওপেনিং জুটি প্রশান্তি বাড়ালো। একবার ভুল করে শিক্ষা নিয়েছেন দুই ওপেনার। লঙ্কানদের বিপক্ষে ওপেনিংয়ে আগের সর্বোচ্চ ছাড়িয়ে এদিন যোগ করেন ১১৮। জুটিটা আরো বড় হতে পারতো কিন্তু তামিমের মুহুর্তের ভুলে কাল হয়েছে। ৫৭তে ফেরেন টাইগার ওপেনার। পেরেরার স্ট্রেইট ডেলিভারি বুঝতে দেরি করে ফেলেন মুমিনুল। লেগ বিফোরে দশের আগেই আউট।
তামিম-মুমিনুলের বিদায়ে সাবধানী হয়ে উঠেন সৌম্য-মুশফিক। বিপদ হতে দেননি দিনের বাকি সময়। এর আগে শ্রীলঙ্কাকে রান পাহাড়ে উঠতে দেয়নি বোলাররা। মেন্ডিসের আউটে কৃতিত্ব পুরোটাই তামিমের। ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ১৯৪তে ফেরেন লঙ্কান হিরো।
মিরাজের জোড়া ডিকভেলাকে দিয়ে ৭৫ রানে আউট করে।লাঞ্চের পর দেড় ঘণ্টা টিকলো লঙ্কান প্রতিরোধ। ৪৯৪তে অলআউটে নেতৃত্ব দেন মিরাজ, মুস্তাফিজ ও সাকিব। মিরাজের এক হালির সাথে মুস্তাফিজের জোড়া।
স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্স নিউজ