শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিল টিসি স্পোর্টিং ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দক্ষিণ কোরিয়ার ক্লাব পোচেন সিটিজেনকে টাইব্রেকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে মালদ্বীপের এই ক্লাবটি। আসরের ফেয়ার প্লে ট্রফিও জিতেছে টিসি স্পোর্টস। ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন শাহীন আসমায়ীর আমিরউদ্দীন শরিফী। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন টিসি স্পোর্টসের আজ্জাম মোহাম্মদ। আসরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন হুয়াং জিন সান।
আতশবাজির জমকালো আলোয় আলোকিত এম এ আজিজ স্টেডিয়াম। রাতের নিরবতাকে ছাপিয়ে ছড়িয়ে পড়েছে আনন্দের মাতাল হাওয়া। সে হাওয়ায় ভাসছেন টিসি স্পোর্টস গোলরক্ষক লিম্বু কিরণ কুমার। সব আলো নিজের দিকে কেড়ে নিয়ে হয়েছেন ম্যাচের রাজা। আর কিরণ কুমারের দ্যুতিতে প্রথমবারের মত কোন আন্তর্জাতিক আসরের চ্যাম্পিয়ন হয়েছে টিসি স্পোর্টস। প্রথম অংশগ্রহণটাকে স্মরণীয় করে রাখলো নিজাম মোহাম্মদের শিষ্যরা। এর আগে ম্যাচের শুরু থেকে ই সমানে সমান লড়েছে টিসি স্পোর্টস ও পোচেন সিটিজেন ক্লাব। দু’দলেরই এটি প্রথম আন্তর্জাতিক ফাইনাল। তাই কেউ কাউকে ছেড় কথা বলেনি। ম্যাচের ১৮ মিনিটে হাসান নাইজের কর্ণার থেকে হানিফ আব্দুল্লাহ গোল করে লিড উপহার দেয় টিসিকে। স্বাগতিক কোন ক্লাব না থাকলেও, এ গোলের আনন্দে উল্লাসে ফেটে পড়ে এম এ আজিজ স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শক। তবে, টিসি সমর্থকদের আনন্দের রেশ টেকেনি বেশিক্ষণ।
৪৪ মিনিটে জ্যাং ইয়ং গোল করে পোচেনের হয়ে সমতা আনেন। পিছিয়ে পড়েও ম্যাচে ফেরে দক্ষিণ কোরিয়ার ক্লাবটি। ম্যাচের ৫৪ মিনিটে দলকে বিপদমুক্ত করতে গিয়ে উল্টো আত্মঘাতী গোল করে বসেন টিসির ফারাহ আহমেদ। আর এতেই ২-১ এ লিড নেয় পোচেন সিটিজেন। এরপর ম্যাচে ফিরতে একের পর এক চেষ্টা করে যায় টিসি স্পোর্টস। কিন্তু কোনটিই জালের ঠিকানা খুজে পায়নি।
অবশেষে ৮৩ মিনিটে ইব্রাহিমের পাস আর ডিফেন্ডার আজ্জাম মোহাম্মদের দুর্দান্ত শটে সমতায় ফেরে টিসি স্পোর্টস।নির্ধারিত সময় সমতায় শেষ হলে, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোলের দেখা পায়নি কোনো দল। অবশেষে ভাগ্যের মঞ্চ টাইব্রেকে গড়ায় ম্যাচ। সেখানে টিসি স্পোটর্সের হয়ে গোল করেন এলমা গ্রাবি, স্টুয়ার্ট কর্নেলিয়াস, ইব্রাহীম ও আদনান।
পোচেন সিটিজেনের হয়ে পার্ক সিওং ও ডিউক গোল করলেও, ব্যর্থ হয়েছেন জো তায়ু ও কোজি মিন। আর তাতেই কোরিয়ান ক্লাবটির স্বপ্ন ভেঙ্গে, ৪-২ গোলের জয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে টিসি স্পোর্টস ক্লাব।
স্পোর্টস নিউজ, বিডি টাইম্স নিউজ