বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।। জাতীয় চারনেতার অন্যতম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

আজ শনিবার (১৩’ই জুন, ২০২০) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শোক বিবৃতিতে বেরোবি ভাইস-চ্যান্সেলর মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এক শোকবার্তায় প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ‘মোহাম্মদ নাসিম ছিলেন একজন বিজ্ঞ, প্রগতিশীল ও জনদরদি রাজনীতিবিদ। আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন তিনি। শত প্রতিকূলতার মাঝেও তিনি বাংলাদেশের প্রতিটি প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন বরেণ্য ও দেশ প্রেমিক রাজনীতিবিদকে হারালো। বাঙালি জাতি চিরকাল এই মহান রাজনীতিবিদের অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর কারাগারে মনসুর আলীকেও হত্যা করা হলে আওয়ামী লীগে সক্রিয় হন মোহাম্মদ নাসিম। সেসময় কারাবরণও করতে হয় তাঁকে। মোহাম্মদ নাসিম ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন । এরপর ১৯৯৬, ২০০১, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে ডাক ও টেলিযোগাযোগ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি ২০১৪ সালে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে