কিছুটা স্থিতিশীলতার মধ্য দিয়েই গত সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ ব্যবধানে ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট আর দৈনিক গড় লেনদেন বেড়েছে ১২৩ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমে ৭ পয়েন্ট। লেনদেন হয় ১ হাজার ২শ ৩২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। সোমবার ২১ পয়েন্ট বেড়ে ডিএসইএক্স দাঁড়ায় ৫ হাজার ৬শ ৪পয়েন্টে। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটির পরদিন বুধবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩শ ৯ কোটি টাকা যার ধারাবাহিকতা বৃহস্পতিবারও লক্ষ্য করা যায়।এছাড়া ডিএসই’র অন্যান্য সূচকের অবস্থানেও তেমন কোন পরিবর্তন হয়নি। গেল সপ্তাহে দাম বাড়ার শীর্ষে থাকা ৫ প্রতিষ্ঠান ছিল-স্যালভো কেমিকেল, আইপিডিসি ফাইন্যান্স, পদ্মা অয়েল,এএফসি এগ্রো এবং মতিন স্পিনিং । অন্যদিকে দর হারানোর শীর্ষ প্রতিষ্ঠান ছিলো- আর এন স্পিনিং, আইসিবি এএমসিএল,ডাচ বাংলা ব্যাংক, আইসিবি ব্যাংক, অ্যানলিমা ইয়ার্ন।

গত সপ্তাহে ২০১৬ সালের ব্যবসার ওপর লভ্যাংশ ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো- আইপিডিসি, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইডিএলসি, প্রাইম ইন্সুরেন্স, ডাচ বাংলা ব্যাংক। গেল সপ্তাহে লেনদেন হওয়া ৩৩৩ টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৭ টির, কমেছে ১৮০ টির এবং অপরিবর্তিত ছিল ২৫ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের।

অর্থনীতি ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে