স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুরঃ আজ ৭ জুন রবিবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এমপি পাপুল এর পক্ষ থেকে এমপি সেলিনা ইসলাম সি,আই,পি জানান,আজ বিভিন্ন গণমাধ্যমে লক্ষ্মীপুর-২ আসনের সম্মানিত সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম সম্পর্কিত একটি সংবাদ প্রচারিত হয়েছে।

এতে বলা হয়েছে মোপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে এমপি সেলিনা হাম্মদ শহিপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে এমপি সেলিনা দ ইসলাম কে কুয়েতে সেখানকার সি,আই,ডি বা পুলিশ গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে অর্থ এবং মানব পাচারের অভিযোগও বলা হচ্ছে রিপোর্টে।প্রকৃতপক্ষে, মোহাম্মদ শহিদ ইসলাম কুয়েতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।তিনি খ্যাতনামা মারাফি কুয়েতিয়া কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সি,ই,ও। এই কোম্পানির কুয়েতি অংশীদারও রয়েছেন। এই প্রতিষ্ঠানে ২৫ হাজারেরও বেশি বাংলাদেশী কর্মরত।বিশ্বজুড়ে করোনা মহামারীর কারনে অন্যান্য দেশের মতো কুয়েতেও তিন মাস ধরে লকডাউন চলছে। এ পরিস্থিতিতে অনেক অভিবাসী কর্মী বেকার হয়েছে। তাদের কেউ কেউ সরকারি দপ্তরে অভিযোগ করেছেন। এসব বিষয় নিয়ে কুয়েতের সরকারি দপ্তর ও সি,আই,ডি তাঁকে আলোচনার জন্য ডেকে নিয়েছে।

কুয়েতের বাংলাদেশ দূতাবাস এবং রাষ্ট্রদূত মহোদয় বিষয়টি সম্পর্কে অবহিত এবং কুয়েতের সংশ্লিষ্ট দপ্তরের সাথে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কেও বিস্তারিত জানানো হয়েছে। তাই, কুয়েতের সরকারি কর্তৃপক্ষের কোন বিবৃতি, সিদ্ধান্ত বা তথ্য ছাড়া এ বিষয়ে বিভ্রান্তিকর কোন তথ্য বা সংবাদ প্রচার না করতে সংশ্লিষ্ট সকল মিডিয়া মহলের বিনীত অনুরোধ জানিয়েছেন সংরক্ষিত নারী আসন-৩৪৯ এর সাংসদ ও এমপি পাপুল পত্নী কাজী সেলিনা ইসলাম সি,আই,পি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে