আজ অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে মায়ের ভাষায় কথা বলার অধিকারের দাবিতে যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের স্মরণে ফুলে ফুলে ভরে গেছে শহীদবেদি। কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে লাখো মানুষের ঢল।
খালি পায়ে বুকে কালো ব্যাজ ধারণ করে শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনার খুলে দেয়া হয় সর্বস্তরের জন্য। ভোরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রভাতফেরি নিয়ে শহীদ মিনারে আসে শিক্ষার্থীরা। শ্রদ্ধা জানাতে দেখা যায় অনেক বিদেশিকেও।
রাজধানী ছাড়াও সারা দেশে প্রভাতফেরি করে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাচ্ছে মানুষ। বিভিন্ন পাড়া-মহল্লায় শিশু-কিশোরেরা রাতভর তৈরি করেছে অস্থায়ী শহীদ মিনার। শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ