আবারও ফুটবল ফেডারেশনের অবহেলার শিকার হয়েছে ময়মনসিংহের কলসিন্দুরের জাতীয় দলের নারী ফুটবলাররা। সিঙ্গাপুর থেকে প্রস্তুতি ম্যাচ খেলে ঢাকায় ফেরার পর এবার ট্রেনযোগে বাড়ি ফিরতে হয় ফুটবলারদের। ঢাকায় ফেরা নারীদের আবাসন কিংবা যাতায়াত নিয়ে কোন উদ্যোগ নেননি- নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আর বিষয়টিকে দু:খজনক বলে মন্তব্য করেছেন বাফুফের সাধারণ সম্পাদক।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় ঢাকা থেকে জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস নামক ট্রেনটি থেকে থেকে নামছেন কলসিন্দুরের তিন নারী ফুটবলার নাজমা, শামছুননাহার ও মার্জিয়া। স্টেশনের বাইরেও তাদের জন্য অপেক্ষায় নেই নির্দিষ্ট কোন পরিবহন। জানালেন নিজেদের মতো করেই বাড়ি ফিরছেন তারা, সাথে ছিলো না কোন অভিভাবকও।
নিজেরাই ফোন দেন জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা বোরহান উদ্দিনকে। অনুরোধ জানান তাদেরকে কলসিন্দুরে যাওয়ার ব্যাবস্থা করে দিতে। বোরহানউদ্দিন মেয়েদের অটোরিক্সায় করে ষ্টেশন থেকে নিয়ে গেলেন পাট গুদাম বাসষ্ট্যান্ডে। সেখান থেকে রীতিমতো দরদাম করে ভাড়া ঠিক করে অন্য আরেক যাত্রীর সাথে সিএনজিতে তুলে দেয়া হয় তাদের। এদিকে জাতীয় দলে খেলা কলসিন্দুরের নারী ফুটবলারদের যাত্রার বিষয়ে ফের অবহেলা করায় বিস্মিত স্থানীয়রা। আর বাফুফে আবারো বলছে ভবিষ্যতে এমনটি আর হবে না।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা এ বিষয়ে কেয়ারফুল ছিলাম। এমন কিছু হয়ে থাকলে ভুল হয়েছে। ভবিষ্যতে আরো কেয়ারফুল থাকবো।’ “ভুল হয়েছে, আর হবে না” – আরো একবার আগের মতো এমন কথা বলেই দায়িত্ব এড়িয়ে গেলেন সাধারণ সম্পাদক। আর, বাফুফের শীর্ষকর্তার নিদের্শে দলের সঙ্গে থাকা নারী কর্মকর্তা উম্মে হাবিবা শশীও ‘কথা বলতে নিষেধ’ বলে এড়িয়ে গেছেন বিডি টাইম্‌স নিউজকে।

স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে