বাংলাদেশ শিল্পকলা একাডেমির পথচলার ৪৩ বছর পূর্ণ হলো আজ। এ উপলক্ষ্যে একাডেমির নন্দন মঞ্চে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জমকালো এই আয়োজনে অংশ নেন দেশের স্বনামধন্য শিল্পীরা।

সংস্কৃতির আলোয় মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ৪৩ বছর পূর্তির বর্ণিল এই আয়োজনে এসেছিলেন প্রতিষ্ঠালগ্নের দুই সদস্য হাসান ইমাম ও ড. সন্‌জীদা খাতুন।সন্ধ্যায় উন্মুক্ত এ মঞ্চ মুখরিত হলো নৃত্যের ঝংকারে। একে একে আলো ছড়ালেন দেশের বরেণ্য শিল্পীরা। সেই আলো ছুয়ে গেল দর্শকদেরও।

শুধু নুপূরের নিক্কণেই নয় সন্ধ্যার নীরবতা ভাঙে বাউল গানের সুরে। বাউল শিল্পীদের পাশাপাশি গান পরিবেশন করেন দেশের স্বনামধন্য শিল্পীরাও।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে