১৯৫২ সালে এখানেই ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন। আর এর সামনে ছিল বড় একটি আমগাছ। ভাষা আন্দোলনের সময় এখানেই হয়েছে বিভিন্ন সভা-সমাবেশ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ২১শে ফ্রেব্রয়ারির যে মিছিলে পুলিশ গুলি চালায় সেই মিছিলও বেরিয়েছিল এখান থেকে।
ভাষা আন্দোলনের পর দীর্ঘ ৬৫ বছরেও সংরক্ষণ করা হয়নি আমতলা এলাকাটি। বাহান্নোয় মিছিল-স্লোগানে উত্তাল জায়গার একটি অংশ জুড়ে এখন অসংখ্য ভাসমান দোকান। আর গেটভবনের ভেতর দুপাশে বাস করছে দুটি পরিবার। ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত আমতলা সংরক্ষণের উদ্যোগ নেই। দায়িত্ব নিতে রাজি নয় সিটি করপোরেশন ও ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ইতিহাসবিদেরা বলছেন জাতির ঐতিহাসিক দায় থেকেই জায়গাটি সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেয়া দরকার। ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, গেইটের বাইরের অংশ সিটি কর্পোরেশনের আওতায় থাকায় অবৈধ দখলদার উচ্ছেদ করতে পারছেন না তারা। তবে গেইটের ভেতরের অংশ সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। অন্যদিকে সিটি কর্পোরেশনও সংরক্ষণের দায়িত্ব নিতে রাজি নয়।
অযত্ন-অবহেলায় দুই দশক আগে মারা যায় ঐতিহাসিক আমগাছটি। ১৯৯৫ সালের ২২ নভেম্বর মৃত গাছটি কেটে ফেলার পর এর একটি অংশ রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংগ্রহশালায়।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ