দেশি-বিদেশি চার শতাধিক শিল্পী-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীর অংশগ্রহণে ১০ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব করতে যাচ্ছে বেঙ্গল ফাউন্ডেশন। সিলেটে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত এ উৎসব চলবে।

রোববার দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বেঙ্গল ফাউন্ডেশন। এ সময় জানানো হয়, উৎসবে সংগীত, নাটক, নৃত্য, কারুশিল্প, স্থাপত্য প্রদর্শনীসহ সংস্কৃতির বিভিন্ন বিষয়ের উপস্থাপনা থাকবে। এছাড়া ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাহিত্য সম্মেলন। এতে থাকবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরী, সমরেশ মজুমদারসহ দেশি-বিদেশি খ্যাতনামা লেখক ও সাহিত্যানুরাগীরা।

উৎসবে মোরশেদুল ইসলামের অনিল বাগচীর একদিন, তারেক মাসুদের রানওয়ে, মোস্তফা সরোয়ার ফারুকীর টেলিভিশনসহ ১৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়া মহাজনের নাও, আমেনা সুন্দরী, কঞ্জুস এবং কহে বীরাঙ্গনা নামে ৪টি নন্দিত নাটকও মঞ্চায়ন হবে। অনলাইনে নাম নিবন্ধন করে বিনামূল্যে উৎসবে অংশ নিতে পারবেন সবাই।

বিনোদন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে