করোনাকালে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে রোটারি মেডিকেল সাপোর্ট সেন্টার উদ্বোধনের পর থেকে সেবা দিয়ে যাচ্ছে।

রোটারি গভর্নর এম. রুবাইয়াত হোসেন শনিবার ঢাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেন্টার উদ্ভোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক গভর্নরবৃন্দ, রোটারি মহাসচিব নুরুল হুদা পিন্টুসহ রোটারি অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

অনলাইনে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত এবং রাত ৭.৩০টা থেকে ৮.৩০টা পর্যন্ত রোগীদের তথ্য নিয়ে রোটারির ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসকগণ অনলাইন সেবা প্রদান করেন। অনলাইন হটলাইন নাম্বার: ০৯৬০৬০০০৯১১।

এছাড়া, রোটরির উদ্যোগে বিভিন্ন অসহায় মানুষদের মধ্যে প্রতিদিন রান্না করা খাবার বিতরণের ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। থাকছে, রোটরির উদ্যোগে সারা দেশে হ্যান্ড সেনিটাইজার এবং মাস্ক বিতরণ কার্যক্রম করোনাকালীন সময়ের শুরু থেকেই চলছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে