মহামারী করোনা পরিস্থিতিতে অসহায়দের মুখে খাবার তুলে দেয়ার লক্ষ্যে রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশ ‘আহার প্রতিদিন’ নামক এক কর্মসূচি হাতে নিয়েছে। রোটারীয়ানদের উদ্যোগে ঈদে নতুন পোশাক না কিনে সেই অর্থ দুঃস্থ মানুষের মুখে খাবার তুলে দেয়াই এ কর্মসূচির উদ্দেশ্য।

সোমবার তেজগাঁও এটিজে ইন্ড্রাস্ট্রিজ প্রাঙ্গণে রোটারী গভর্নর (২০২০-২১) রুবাইয়াত হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। রোটারীর সাবেক জেলা গভর্নরবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

রোটারীর পক্ষ থেকে জানানো হয়, চলমান করোনা পরিস্থিতিতে অসহায়, কর্মহীন, নিম্নবিত্ত মানুষেরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। ক্ষুধার তাড়নায় ভাইরাস সংক্রমণের আশংকা উপেক্ষা করে খাবারের খোঁজে তাদের রাস্তায় বের হতে হচ্ছে। তাদের সহায়তার জন্য রোটারী রাজধানীর বিভিন্ন এলাকায় আগামী ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করা প্রোটিন সমৃদ্ধ খাবার বিতরণ করবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে