দ্রুত জলবায়ু পরিবর্তনের কারণে ধারণার চেয়েও বড় বিপদের সতর্কতা দিচ্ছেন গবেষকরা। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে আগামী ৫০ বছরের মধ্যে বসবাসের অযোগ্য হয়ে উঠবে পৃথিবী। তীব্র তাপের শিকার হবে প্রায় ৩০০ কোটি মানুষ। সবচেয়ে বেশি হুমকিতে দক্ষিণ এশিয়াসহ জনবহুল অঞ্চলগুলো।
পৃথিবীর জন্য অন্যতম বড় হুমকি বৈশ্বিক উষ্ণায়ন। মেরু অঞ্চলের বরফ গলা থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি , খরা, বন্যা বেড়ে যাওয়া ইঙ্গিত দিয়ে আসছে কতটা বিপর্যস্ত বিশ্ব জলবায়ু। এরই মধ্যেই আরেক ভয়াবহ বিপদের সতর্কতা জানালেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপের এক দল বিজ্ঞানীদের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনহাউস ২০৭০ সালের মধ্যে বিশ্বের প্রায় ৩০০ কোটির বেশি মানুষকে থাকতে হবে ৫২ থেকে ৫৯ ডিগ্রি ফারেনহাইটের মত উষ্ণ তাপমাত্রায়। যা মানুষের বসবাসের প্রায় অযোগ্য। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সে প্রকাশিত হয় এ গবেষণা প্রতিবেদন।
গবেষকদের মতে, পৃথিবীর তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে ১০০ কোটি মানুষকে হয় শীতল অঞ্চলে চলে যেতে হবে অথবা খাপ খাইয়ে নিতে হবে চরম উষ্ণ আবহাওয়ার সঙ্গে। এর ফলে খাদ্য উৎপাদন কমবে, পানি সংকট দেখা দেবে। তৈরি হবে অভিবাসন ও অর্থনৈতিক সঙ্কট।
গবেষকরা বলছেন, ৬ হাজার বছর ধরে আবহাওয়ার পালাবদল ও উষ্ণতা হ্রাস-বৃদ্ধির যে চক্র মানবজাতি উপভোগ করেছে, তা ভেঙ্গে যাবে আগামী কয়েক দশকেই। সমীক্ষায় বলা হয়, পানির তুলনায় মাটি দ্রুত গরম হয় বলে বেশি ঝুঁকিতে রয়েছে জনবহুল অঞ্চলগুলো। ফলে বিরূপ এই প্রভাবে সবচেয়ে বেশি হুমকিতে রয়েছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা, উত্তর অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অংশ। যেখানে সবচেয়ে বিপাকে পড়বে দরিদ্র জনগোষ্ঠী।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ