নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় দুস্থদের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ১ কোটি ৫ লাখ টাকা দিয়েছে সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন (এসএএএফ)। এই টাকায় দেশের প্রত্যন্ত অঞ্চলের ২২ হাজার পরিবারকে খাবার পৌঁছে দেবে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন বিদ্যানন্দের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকার প্রায় ২২ হাজার পরিবারের কাছে খাবার পৌঁছে দেবে। বিদ্যানন্দের পাশাপাশি সামরিক বাহিনী, বিজিবি এবং স্থানীয় সংস্থাগুলোর সহায়তায় এই সংকটকালে এসব পরিবারের কাছে তিন বেলার এই সহযোগিতা পৌঁছে দেয়া হবে। সহযোগিতার এই অর্থের শতকরা ৯০ শতাংশ বিতরণ করা হবে ঢাকার বাইরে। যেখানে থাকবে চাল, ডাল, তেল, আটা, লবণ, সুজি ইত্যাদি।এ বিষয়ে সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের ট্রাস্টি আনিস আহমেদ বলেন, বর্তমানে দ্বিধাগ্রস্ত, অসহায় মানুষকে সহায়তার জন্য বিদ্যানন্দের সাথে যুক্ত হওয়া আমাদের প্রতিষ্ঠানের জন্য অসম্ভব আবেগপূর্ণ একটি ঘটনা। তিনি বলেন, এর আগেও তারা বিদ্যানন্দের সাথে যুক্ত হয়ে রাজবাড়ী, রুমা, বান্দরবান এবং রামুতে অবস্থিত চারটি অনাথালয়ে শিশুদের খাদ্যসংস্থান নিশ্চিত করার দায়িত্ব নেয় এসএএএফ।
বর্তমানেও বিভিন্ন প্রকল্পে একজোট হয়ে কাজ করছে এই দুটি সংস্থা। অন্যান্য প্রকল্পের মতই করোনা মহামারি সংক্রান্ত প্রকল্পেও বিদ্যানন্দ সফলতা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আর এই লড়াইয়ে সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন বিদ্যানন্দের পাশে থাকবে বলে জানান তিনি। প্রাথমিকভাবে ‘এক টাকার আহার’ কার্যক্রম পরিচালনার জন্য কিশোর কুমার দাশ অসংখ্য স্বেচ্ছাসেবীর সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। দেশের শিক্ষার্থী এবং পেশাজীবীদের একত্রিতকরণ এবং একসাথে কাজ করার মাধ্যমে সমাজের অনাথদের শিক্ষিত, শক্তিশালী এবং আত্মনির্ভরশীল করাই হচ্ছে সংস্থাটির লক্ষ্য।
বিদ্যানন্দ এই লক্ষ্যে বিনামূল্যে শিক্ষা, শিক্ষা উপকরণ এবং গ্রন্থাগারের সুযোগ প্রদান করে আসছে। করোনা মহামারিতেও বিদ্যানন্দ ফাউন্ডেশন অসহায় জনগোষ্ঠীকে খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা দিয়ে আসছে। এখন পর্যন্ত সংস্থাটি মোট দুই লাখ পরিবারকে খাবার প্রদান করেছে এবং প্রতিদিন ১৫ হাজার মানুষের খাদ্যের যোগান দিয়ে যাচ্ছে। যথাযথ খাবার এবং পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি এ পর্যন্ত সংস্থাটি ৫,০০০ পাঁচ হাজার পিপিই এবং ২০ হাজার মাস্ক বিতরণ করেছে। এছাড়া চট্টগ্রামে প্রতিদিন ৯ হাজার পরিশোধক বিতরণ করছে বিদ্যানন্দ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














