নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রভাবে বিশ্বের মোট কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় অর্ধেক কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে। বুধবার করোনাভাইরাস নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলও’র পর্যবেক্ষণের তৃতীয় সংস্করণে এমন শঙ্কার কথা তুলে ধরা হয়। কভিড-১৯ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অব ওয়ার্ক” শিরোনামে প্রতিবেদনটিতে বলা হয়েছে, এপ্রিল থেকে বিশ্বজুড়ে যে হারে কর্মঘণ্টা কমে যাচ্ছে তা আগের ধারণার চেয়ে অনেক বেশি আশঙ্কাজনক।

আইএলও’র মহাপরিচালক গাই রাইডার বলেন, কোটি কোটি মানুষের আয় না থাকার অর্থ হলো তাদের খাদ্য নেই। নেই তাদের ভবিষ্যৎ নিরাপত্তাও। কোটি কোটি ব্যবসা প্রতিষ্ঠানের নাকের ডগায় নিঃশ্বাস চলে এসেছে। তাদের সঞ্চয় নেই। এটাই প্রকৃত চিত্র। যথাযথ সহায়তা না পেলে এ পরিস্থিতিতে তারা হারিয়ে যাবে। আইএলও বলছে, দীর্ঘায়িত হতে থাকা লকডাউনে অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মোট কর্মঘণ্টার পরিমাণ আরো মারাত্মকভাবে কমে আসবে। আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্র এই বছরের দ্বিতীয় প্রান্তিকে ১২ দশমিক ৪ শতাংশ কর্মঘণ্টা হারাবে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের শঙ্কাও যেন বেড়েই চলছে। বিশ্বব্যাপী লকডাউন ও জরুরি অবস্থা চলতে থাকায় কর্মহীন হয়ে পড়ছে কোটি কোটি মানুষ। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বলছে, মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের ফলে প্রায় ১৬০ কোটি শ্রমিকের জীবিকা ঝুঁকিতে। যা বিশ্বের মোট কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় অর্ধেক।

বুধবার এই নিয়ে আইএলওর পর্যবেক্ষণের তৃতীয় সংস্করণে এমন শঙ্কার কথা তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে যে হারে কর্মঘণ্টা কমে যাচ্ছে তা আগের ধারণার চেয়ে অনেক বেশি আশঙ্কাজনক। সংকট শুরুর আগের তুলনায় বিশ্বজুড়ে শ্রমিকের কর্মঘন্টা কমে গেছে ১০ দশমিক ৫ শতাংশ। এছাড়া ইউরোপ ও মধ্য এশিয়া হারাবে ১১ দশমিক ৮ শতাংশ। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত উৎপাদন, বাসস্থান, খাদ্য, পাইকারি ও খুচরা বাণিজ্য এবং আবাসান ব্যবসা।

এই পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান ও শ্রমিকদের সুরক্ষায় জরুরি ভিত্তিতে প্রণোদনার ব্যবস্থা করতে বলছে আইএলও। সংস্থাটি বলছে, এই প্রণোদনা হতে হবে খাতভিত্তিক এবং ঋণ হতে হবে সহজ শর্তের। এছাড়া ঋণ সংকট দূর করতে আন্তর্জাতিক সহযোগি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আইএলও।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে