সাংবাদিকতা কী? সাংবাদিকতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ (Jonrnalism) জার্নালিজম শব্দটি এসেছে ইংরেজি জার্নাল(Journal) প্রত্যয় থেকে। জার্নাল বলতে সাধারনত দৈনন্দিন ঘটনাবলির সুবিন্যস্ত ও সুনিয়ন্ত্রিত মূদ্রিত উপস্হাপনাকে বোঝায়। একজন সফল সাংবাদিকের সংবাদচেতনা থাকতে হবে।

বিশ্বে হাজারো ঘটনা ঘটছে প্রতি মূহুর্তে,কিন্তু তার সবই সংবাদ নয়। সুনিদির্ষ্ট মানদন্ডে নির্বাচিত কিছু বিশেষ ঘটনার প্রকাশ যোগ্য তথ্য বিবরনী হলো সংবাদ। এখন প্রশ্ন উঠতে পারে, কি সেই মানদন্ড যার ভিক্তিতে কোন একটি ঘটনা পরখ করে সংবাদ চেনা যায়? এর উত্তর ও বেশ সহজ। সংবাদমূল্য নিরুপক বিশেষ সে মানদন্ডটির নাম হলো সংবাদচেতনা(News sense) প্রত্যেক সাংবাদিকের সংবাদ সম্পর্কে বিশেষ এক প্রকার বোধ উপলব্ধি বা চেতনার প্রয়োজন হয়।

সংবাদমূল্য বা News Value একজন সাংবাদিককে অবশ্যই মনে রাখতে হবে, সংবাদের কিছু বিশেষত্ব রয়েছে। রয়েছে কিছু শর্ত ও বৈশিষ্ট্য। তা ছাড়া সংবাদ তৈরিতে কিছু নিয়ামক বা অনুঘটক উপাদান রয়েছে যা সংবাদের গুরুত্ব,তাৎপর্য ও মূল্যবোধের মূল্যমান নির্ধারণে কার্যকর ভূমিকা পালন করে থাকে। এগুলোকে সংবাদমূল্য চিহ্নিত করা হয়। এ পর্যায়ে সংবাদের বিশেষত্ব বা সংবাদ শর্তমূলক কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করা যেতে পারে যা স্থান-কাল ভেদে সকল সংবাদ ক্ষেএেই সমান গুরুত্ব বহন করে। সংবাদের প্রকৃতি সম্পর্কে আমরা মোটামোটি একটা স্বচ্ছ ধারনা লাভ করি যা আমাদের সংবাদবোধ বা চেতনা বোধকে আরও শান্তি ও সমৃদ্ধ করে। একটি সংবাদ লেখার সময় রিপোর্টর অবশ্যই স্মরনে রাখতে হবে।

সর্বোপরি, যা গণমাধ্যমে পরিবেশিত হয়
০১) সংবাদ লেখনের প্রথম অপরিহার্য বিষয় হচ্ছে এর যথার্থতা।

০২) নিরপেক্ষতা ও বিশ্বস্ততার জন্য পএিকার খ্যাতি বা সুনাম তথ্যের যথার্থতা ও সঠিক পরিবেশনের ওপর নির্ভর করছে।

০৩) সংবাদ সংক্রান্ত তথ্য সম্পর্কে লেখার সময় একটা কথা মনে রাখতে হবে যে,ওই তথ্যসমূহে কোন শ্রেনীর মানুষ কিংবা কত সংখ্যক মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি হবে। পাশাপাশি আমি যে তথ্যটি ছাপতে যাচ্ছি তা যেন ছাপার সময় সংবাদমূল্যের নিরিখ সজীব থাকে।

০৪) প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ যেখানে দ্বন্দ্ব বা সংঘাত রয়েছে এ ধরনের ঘটনার প্রতি সংবাদপএ পাঠকের রয়েছে দারুন আগ্রহ।

০৫) কোন ঘটনার ভৌগুলিক নৈকট্য সংবাদ পাঠকের আগ্রহের মাএা বাড়িয়ে দেয়। ০৬) পাঠকরা স্হানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সুপরিচিত ব্যক্তিগনকে নিয়ে রচিত সংবাদ বিবরনীকে সবসময়ই স্বাগত জানায়।

০৭) জনগনের দুঃখ – দুর্দশা,শিশু ও বয়স্ক মানুষ এবং পশুদের অসহায়ত্বকে কেন্দ্র করে যে সকল সংবাদ বিবরনী রচিত হয় সেগুলো কখনওই আবেগময় আবেদন সৃষ্টি করতে ব্যর্থ হয় না।

আসলে সাংবাদিক কে?
সংবাদকে পুঁজি করে সাংবাদিকতা পেশার সঙ্গে যারা প্রত্যক্ষভাবে জড়িত এক কথায় তারাই সাংবাদিক। Journalists, ওয়েবস্টার ডিকশনারিতে সাংবাদিক সম্পর্কে বলা হয়েছে, Journalist a Person shoes occupation is Journalism. আবার জার্নাল শব্দ থেকে জার্নালিজম ও জার্নালিস্ট শব্দের উৎপত্তিগত সূএ ধরে বলা যায়, যিনি জার্নাল বিশারদ তিনিই সাংবাদিক। সাংবাদিক প্রত্যয়টির সমার্থক শব্দগুলো হলো – জার্নালিস্ট, রিপোর্টর, প্রতিবেদক,সংবাদদাতা,নিজস্ব সংবাদদাতা, বিশেষ সংবাদদাতা,সংবাদ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার,সংবাদবাহী,সংবাদবাহক,খবরদাতা,সমাচারদাতা,কলামনিস্ট,ভাষ্যকার প্রভৃতি।
(আরও থাকছে পরের পর্বে)

লেখকঃ সৈয়দ শফিকুর রহমান(পলাশ), সভাপতি-মিরপুর প্রেসক্লাব, ঢাকা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে