ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ করোনা ভাইরাসের সংক্রমণজনিত পরিস্থিতি ও লকডাউনের কারণে সঙ্কটে থাকা ব্রাহ্মণবাড়িয়া শহরের অর্ধশত বাউলশিল্পী, কন্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, আবৃত্তিশিল্পী, নাট্যশিল্পীদের পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী।

ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের জাতীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সহায়তায় ভালোবাসা স্বরুপ তাদের প্রত্যেককে নগদ এক হাজার করে টাকা প্রদান করা হয়। ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিল্পী ও শিল্পের প্রতি ভালোবাসা বিনিময় শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি আল মামুন সরকার, সাধারণ সম্পাদক এস.আর.এম উসমান গনি সজিব।

এছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক মো. মনির হোসেন, আনোয়ার হোসেন সোহেল,কার্যকরী সদস্য বাছির দুলাল।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে