জঙ্গি ও উগ্রবাদ ঠেকাতে শিক্ষা ব্যবস্থাকে যুগপোযোগী করতে কাজ করছে সরকার। ঢাকায় ই-নাইন সম্মেলনের উদ্বোধনী ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা বিষয়ক লক্ষ্য এসডিজি-৪ অর্জনের কৌশল নির্ধারণে তিন দিনের এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি জানান, জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় উদ্ভাবন ও দুরদর্শিতা দরকার। সে লক্ষ্যে নতুন শিক্ষা পরিকল্পনা নেয়া হচ্ছে। সরকারের বাস্তবমুখী পদক্ষেপের কারণে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

রাজধানীর হোটেল র‍্যাডিসনে উন্নয়নশীল নয়টি দেশের শিক্ষামন্ত্রী অংশ নিচ্ছেন তিন দিনের এ সম্মেলনে। শিক্ষাবিষয়ক জোট ই-নাইনের বর্তমান সভাপতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে