মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শহরের বেওয়ারিশ কুকুর ও বিভিন্ন পশুপাখির জন্য নিয়মিত দুই বেলা খাবারের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। এ জন্য প্রাসনের পক্ষ থেকে প্রতিদিন ১০ কেজি চাল ও চার কেজি মুরগি বরাদ্দ দেওয়া হয়েছে। শনিবার রাত থেকে চালু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে শহরের ৪টি নির্দিষ্ট স্থানে ভাত ও মুরগি রান্না করে সরবরাহ করা হচ্ছে।
এ কার্যক্রমের উদ্যোক্তা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বাসাবাড়ির পাশাপাশি শহরের খাবারের হোটেলসহ বিভিন্ন দোকানের পঁচা-বাশি, উচ্ছিষ্ট ও অতিরিক্ত খাবার বেওয়ারিশ কুকুরসহ বিভিন্ন পশু-পাখির খাবারের প্রধান উৎস। কিন্তু করোনাভাইরাসের কারণে শহরের অধিকাংশ হোটেলসহ খাদ্য দ্রব্যের দোকান বন্ধ রয়েছে। খাদ্য সংকটের অশঙ্কায় বাসা বাড়িতেও পরিমিত রান্না হচ্ছে। ফলে কুকুরসহ অন্যান্য প্রাণীরা খাদ্য সংকটে পড়েছে। বিশেষ করে খাবার সংকটের কারণে শহর ও পাড়ামহল্লার ঘুরে বেড়ানো বেওয়ারিশ কুকুরগুলো ক্ষিপ্ত হয়ে উঠেছে। ক্ষুধার্ত এসব বেওয়ারিশ কুকুর যেকোনো সময় ফাঁকা রাস্তায় চলাচলকারী মানুষের ওপর আক্রমণ করতে পারে। এমন প্রাণীর ক্ষুধা নিবারণ ও মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য শহরের তরুণ ডেকোরেটরের মালিক তার প্রতিষ্ঠানের লোক দিয়ে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে এ খাবার রান্না ও সরবরাহের দায়িত্ব নিয়েছেন। যা শনিবার রাত থেকে চালু করা হয়েছে। প্রতিদিন ১০ কেজি চাল ও ৪ থেকে ৫ কেজি বয়লার মুরগি রান্না করে সরবরাহ করা হবে। প্রয়োজনে চাহিদা অনুয়ায়ী এর পরিমান আরো বাড়ানো হবে।
তিনি আরো বলেন,স্থানীয় প্রশাসনের পাশাপাশি যদি সবাই ব্যাক্তি উদ্যোগে আমাদের চারপাশের ক্ষুধার্ত এসকল প্রানীদের অল্প অল্প করে খাবারের ব্যবস্থা করে, তাহলে এই পশুপাখি গুলো বেচেঁ থাকবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
মিথুন মন
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














