মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারকরণে শ্রীমঙ্গলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় সনাক কার্যালয়ে এক মতবিনিময় সভায় সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় সনাক ও স্বজন সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
সনাক সদস্য গীতা গোস্বামীর শুভেচ্ছা বক্তব্যের পর সনাক সদস্য অয়ন চৌধুরী সনাক ও টিআইবি’র দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে গৃহীত কার্যক্রম বিষয়ে উপস্থাপন করেন।
সনাক ও সাংবাদিকদের স্ব স্ব এবং যৌথ অবস্থানে দুর্নীতিবিরোধী আন্দোলনে ভূমিকা বিষয়ে সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক পরিক্রমা সম্পাদক এম ইদ্রিস আলী, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, সহ-সভাপতি ও সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠি সম্পাদক ইসমাইল মাহমুদ, দৈনিক খোলাচিঠি সম্পাদক সরফরাজ আলী বাবুল, প্রেসক্লাব কার্যকরি কমিটির সদস্য সৈয়দ ছায়েদ আহমদ, এম .এ. রকিব, সদস্য দীপঙ্কর ভট্টাচার্য্য লিটন, অনুজ কান্তি দাস, সাংবাদিক সাইফুল ইসলাম, সালাহউদ্দিন, আনোয়ার হোসেন জসিম, মিজানুর রহমান আলম প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে