ক’দিন ধরে আগুনে পুড়ছে উইক্রেনের অভিশপ্ত চেরনোবিল শহরের জঙ্গল। কেন অভিশপ্ত? কারণ এই শহরেই পরমাণু চুল্লিতে বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়েছিল তীব্র দূষণ। যাতে প্রাণ গিয়েছিলে অসংখ্য মানুষের।
চিরকালের মতো বাতিল, বন্ধ হয়ে গিয়েছিল এই শহর। আর সেখানেই সেখানেই, সেই বাতিল জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়েছে দাবানল। গত ন’দিন ধরে জ্বলছে জঙ্গল। দমকলের কর্মীরা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। কিন্তু সেই চেষ্টা করেও লাভ হচ্ছে না বিশেষ। এখন ভয় একটাই, এই আগুন যদি জঙ্গল পেরিয়ে কোনওমতে পরমাণু চুল্লির আশেপাশে পৌঁছে যায়, তাহলে ভয়ানক পরিস্থিতি হতে পারে বিশ্বের। কারণ, আবারও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে পরমাণু দূষণ। আর রাষায়নিক দূষণে করোনা আতঙ্কের মাঝেই নতুন করে আবারও মৃতদেহ গুনতে হতে পারে ইউরোপকে।
চেরনোবিলের জঙ্গলের একটি ভিডিওতে দেখা গিয়েছে, ১৯৮৬ সালে বিস্ফোরণের সময়ে বাতিল, বন্ধ ট্রাক ও কারখানার দিকে এগিয়ে যাচ্ছে আগুন। যে বন্ধ এলাকাটি এখানে রয়েছে, দেখা যাচ্ছে সেটি দিয়ে যাচ্ছে দমকলের গাড়ি। আগুন যদি একবার ছড়িয়ে পড়ে তাহলে প্রবল সংকটের মুখে পড়বে উইক্রেন।
বন্ধ হয়ে যাওয়া পরমাণু কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে এখন দাউদাউ করে জ্বলছে আগুন। যদিও, উইক্রেনের সরকার জানিয়েছে প্যাঁচে ফেলতে এখানে ইচ্ছা করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এর পিছনে কাজ করছে ষড়যন্ত্র।/পূর্বপশ্চিমবিডি থেকে
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ