এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি বর্তমান মহাপরিচালক ড. বেনজীর আহেমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হচ্ছে বলে সূত্র নিশ্চিত করেছে।  গত ২৮ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে আবদুল্লাহ আল মামুন সিআইডির প্রধান হিসেবে নিয়োগ পান।  সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান আবদুল্লাহ আল মামুন গত বছর মে মাসে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন চৌধুরী মামুন।

অনলাইন  নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে