বৈশ্বিক এই মহামারীতে রাজধানী ঢাকায় মিরপুরের টোলারবাগে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যান ২’জন। লকডাউন করে দেয়া হয় ঢাকা-১৪ আসনের এই এলাকাটি। দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ফলে নিম্ন আয়ের মানুষসহ দেশের সকলকে করোনা মোকাবেলায় ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে। এই পরিস্থিতে বাহিরে বের হয়ে খাবার সংগ্রহ করা অনেকের জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে টোলারবাগের মতো এলাকাতে। আবার অনেক নিম্ন আয়ের মানুষদের নিয়মিত রোজগার নাহ থাকায় বিপদে পড়েছেন। এমন পরিস্থিতে সরকারের নির্দেশে জনসাধারণের পাশে এসে দাঁড়িয়েছেন ঢাকা -১৪ আসনের জনপ্রতিনিধি মোঃ আসলামুল হক।

লকডাউনের পর থেকে নিজ আসনের প্রীতিটি এলাকার নিয়মিত খোঁজ খবর রাখছেন এই সংসদ সদস্য। সঙ্কটকালীন সময়ে সার্বক্ষণিক যোগাযোগ ও সেবাদানের জন্য হটলাইন নাম্বারও চালু করেছেন। জীবাণুনাশক স্প্রে দিয়ে বিভিন্ন এলাকা পরিষ্কার করা, নানা শ্রেণী পেশার মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া থেকে শুরু করে বিভিন্ন জনসচেতনতা মূলক উদ্যোগ গ্রহন করেছেন তিনি।

জনসচেতনতা মূলক উদ্যোগে অংশ নেয়া অনেক সামাজিক সংগঠন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের খাবার দিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এতে মর্মাহত হয়েছেন জনপ্রতিনিধি মোঃ আসলামুল হক।

মিরপুরে বসবাসকারীদের সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে আসলামুল হক বলেন, “এই ভয়ংকর বিপদে আমরা যাদেরকে খাবার দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তারা ভিখারি নয়, তারা দেশের অর্থনীতির চাকা সচল রাখে, আজ তারা পরিস্থিতির স্বীকার। দয়া করে ছবি তুলে তাদেরকে লজ্জিত করবেন না। চোখ বন্ধ করে আপনারা সহায়তা করুন”।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে