নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ দেশের ২৫টি রাজনৈতিক দল।
নতুন নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাবের তালিকা জমা দিতে সকাল থেকেই একের পর এক সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসতে থাকেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। আওয়ামী লীগ, বিএনপি ও বিরোধী দল জাতীয় পার্টিসহ মোট ২৭টি দল তালিকা জমা দিয়েছে। প্রতিটি দল পাঁচ জন করে নামের তালিকা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। আওয়ামী লীগ বলছে, যোগ্য ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নাম দিয়েছে তারা। অন্যদিকে বিএনপির দাবি, নির্বাচন কমিশন শক্তিশালী করতে দলের প্রস্তাবের প্রতিফলন রয়েছে প্রস্তাবিত তালিকায়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ তালিকা দিয়ে বেরিয়ে এসে বলেন, যোগ্য ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের নাম দিয়েছেন তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও নামের তালিকা জমা দিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে প্রতিক্রিয়া জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা, বাংলাদেশ খেলাফত মজলিশ ও গণফোরাম অনুসন্ধান কমিটির ডাকে সাড়া দেয়নি। আর দুটি রাজনৈতিক দল নাম জমা না দিয়ে পর্যবেক্ষণ দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো: আব্দুল ওয়াদুদ।
সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের তালিকা থেকে অনধিক পাঁচ সদস্যের নির্বাচন কমিশন নিয়োগ করবেন রাষ্ট্রপতি।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ