সারাদেশের সড়ক ব্যবস্থার উন্নয়নে একটি মাষ্টার প্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প এলাকায় একই রঙের সাইনবোর্ডে প্রকল্পের বিস্তারিত তথ্য জনগণের জানার জন্য টানানোরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে তিনি এসব নির্দেশ দেন। একনেক সভায় সাড়ে ১২ হাজার কোটি টাকার আট প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

সারাদেশে বিভিন্ন শ্রেণির প্রায় তিন লাখ ৩৩ হাজার কিলোমিটার সড়কপথ রয়েছে। ওভার লোডেড গাড়ি চলাচল নিম্নমান আর প্রতিকূল পরিবেশের কারণে প্রতিবছরই এসব সড়কের সংস্কার বা উন্নয়নে সরকারকে খরচ করতে হয় মোটা অংকের টাকা। এজন্য সড়ক ব্যবস্থার উন্নয়নে মাষ্টার প্ল্যান তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি বিভিন্ন প্রকল্পের প্রয়োজনীয় তথ্য জনগণের সামনে তুলে ধরারও নির্দেশ দেন।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বিশেষ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বৈঠকে। স্থানীয় জনগ্রতিনিধিদের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ১২ হাজার ৫৫০ কোটি টাকার মোট আটটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে