জয়ী লেখকদের হাতে তুলে দেয়া হয়েছে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৬। এবার প্রথমবারের মতো পাঁচটি বিভাগে দেয়া হলো এ পুরস্কার। কবিতায় এ পুরস্কার পেয়েছেন নওশাদ জামিল কথাসাহিত্যে রাফিক হারিরি।

ঢেউয়ের মধ্যে দাবানল কাব্যগ্রন্থের জন্য নওশাদ জামিল, ফুলবানু ও অন্যান্য গল্প’ নামের গল্পের বইয়ের জন্য কথাসাহিত্যে রাফিক হারিরি, শিশুসাহিত্যে অদ্ভুতুড়ে বইঘর বইটির জন্য শরীফুল হাসান, প্রবন্ধে কুঠুরির স্বর বইয়ের জন্য তুষার কবির আর মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় ‘ভাটকবিতায় মুক্তিযুদ্ধ’ বইয়ের জন্য হাসান ইকবালকে তুলে দেয়া হলো এবারের কালি ও কলম পুরস্কার।  নবীন কবি লেখকদের সাহিত্য চর্চাকে আরও গতিময় করতে সাহিত্য পত্রিকা কালি ও কলম ২০০৮ থেকে নিয়মিত দিয়ে আসছে এ পুরস্কার। পুরস্কার প্রাপ্তিতে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন তরুণ লেখকরা।

পুরস্কার হিসেবে লেখকরা প্রত্যেকে পেয়েছেন এক লাখ টাকা, ক্রেস্ট, সম্মাননাপত্র। আয়োজনে আলাদা মাত্রা যোগ করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য চিন্ময় গুহ এবং কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের কথামালা।  অনুষ্ঠানে কবি সুভাশিস সিনহার লেখা কাব্যনাট্য দিখণ্ডিতা পাঠ-অভিনয় করেন ফেরদৌসী মজুমদার ও ত্রপা মজুমদার।

বিনোদন ডেস্ক, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে