বাংলাদেশে সম্প্রতি আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা জানতে কফি আনান কমিশনের ৩ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করেছেন। এরপর জেলা প্রশাসনের সাথে বৈঠক করার কথা রয়েছে আনান কমিশনের প্রতিনিধিদের।

বেলা ১১টার দিকে তারা কুতুপালং ক্যাম্পে পৌঁছান। সেখানে তারা কথা বলছেন নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সাথে। এরপর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন তারা।
গতকাল কক্সবাজারের উখিয়ার বালুখালি শরণার্থী শিবির পরিদর্শনে যায় প্রতিনিধি দলটি। সেখানেও নির্যাতনের শিকার হয়ে নতুন করে আসা রোহিঙ্গাদের সম্পর্কে খোঁজখবর নেন।
এরআগে, শনিবার আলাদা দুটি ফ্লাইটে প্রতিনিধি দলের সদস্য উইন ম্রা, আই লুইন ও ঘাশান সালামে ঢাকায় পৌঁছান। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, গত ৯ অক্টোবর রাখাইনে রোহিঙ্গাদের ওপর সশস্ত্র বাহিনীর নিপীড়ন শুরুর পর থেকে অন্তত ৬৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

গতকাল কক্সবাজারের উখিয়ার বালুখালি শরণার্থী শিবির পরিদর্শনে যায় প্রতিনিধি দলটি। সেখানে নির্যাতনের শিকার হয়ে নতুন করে আসা রোহিঙ্গাদের সম্পর্কে খোঁজখবর নেন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে