করোনার পরিস্থিতির মধ্যেই বাংলাদেশে আটকা পড়া ২৬৪’জন ব্রিটিশ নাগরিক বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।

বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি ৪টা ৪ মিনিটে ঢাকা ছেড়েছে। এদিকে, দুপুর ১২ টার দিকে বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিলেট থেকে আসেন ১৪৬ ব্রিটিশ নাগরিক। এছাড়াও মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন ৭০ বাংলাদেশী।

সেই সাথে ভারতের চেন্নাইয়ে আটকা পড়া ১৬৪ বাংলাদেশীও দেশে ফিরেছেন বিশেষ ফ্লাইটে। তুরস্কেরও ১৫৪’জন নাগরিক আজ ঢাকা ছেড়েছেন বিশেষ ফ্লাইটে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














