যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যৌন হয়রানিসহ নানা ভোগান্তির শিকার হচ্ছেন বাংলাদেশি নারীরা। বিশেষ করে নবাগত ও বৈধ কাগজপত্র নেই এমন নারীরাই কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি হয়রানিতে পড়ছেন। আর শারীরিক, মানসিক ও যৌন হয়রানির প্রতিবাদে সম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিক্ষোভ করেছেন বাংলাদেশি নারী কর্মীরা।
সম্প্রতিক নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ভারতীয় মালিকানাধীন একটি জুয়েলারি দোকান মালিকের বিরুদ্ধে বাংলাদেশি এক নারী কর্মীকে শারীরিক, মানসিক ও যৌন হয়রানির অভিযোগ ওঠে। এর প্রতিবাদে গত রোববার আন্তর্জাতিক নারী দিবসে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
অভিবাসী মানবাধিকার সংগঠন ড্রাম- এর উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন ভুক্তভোগী সকল নারীরাও। ওদিকে যুক্তরাষ্ট্রের মত দেশে নারীদের প্রতি এমন বৈষম্যের জন্য বাংলাদেশি ও ভারতীয় ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করেন বিক্ষোভ কর্মসূচির আয়োজকরা। আর হয়রানির বিরুদ্ধে সোচ্চার নারী নেত্রীরাও।
নিউইয়র্ক সিটিতে একজন কর্মীর সর্বনিম্ন বেতন ঘণ্টায় যেখানে ১৫ ডলার। তবে সেখানে বৈধ কাগজ না থাকার সুযোগ নিয়ে ঘণ্টায় মাত্র ৪ থেকে ৫ ডলার বেতন দেয়া হয় অভিবাসী নারীদের। তবে বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নারীরা ব্যবসায়ী সিন্ডিকেটের শিকার হচ্ছেন বলেও অভিযোগ উঠছে।
প্রসঙ্গত, নিউইয়র্কে প্রায় ৪ লাখ বাংলাদেশির বসবাস। আর পুরুষের পাশাপাশি সব ধরনের কাজ করছেন নারীরাও।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























