বিশেষ প্রতিনিধিঃ soroptemist international club of dhaka পেশাজীবী নারীদের নিয়ে একটি সেবামূলক সংস্থা। ১৯৮১সালে বাংলাদেশে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে বাংলাদেশে কাজ করছে এই সংস্থাটি। পৃথিবীর ১২১ টি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এর বিভিন্ন দপ্তর।
এটি আমেরিকা, ইউরোপ, গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, দক্ষিন পশ্চিম প্রশান্ত মহাসাগরের সোরোপটেমিস্ট ইন্টারন্যাশনাল দ্বারা সমন্বিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ৭২,০০০ ক্লাবসদস্য স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নারী শিক্ষা, নারী সুরক্ষা ও নারীর ক্ষমতায়নের সুযোগগুলো নিয়ে কাজ করেছে।

সোরোপটোমিস্ট ইন্টারন্যাশনাল ক্লাব অফ ঢাকা বাংলাদেশে নারী ক্ষমতায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন আয়োজনে শহর থেকে তৃণমূলের নারীদের এক করে গড়ে তুলছে নারী বলিষ্ঠতা। শিক্ষা, অর্থনৈতিক স্বাবলম্বিতা, স্বাস্থ্য, সামাজিক বিকাশ, পরিবেশ, মানবাধিকার যেন নারীর অবস্থানের ক্ষেত্রে সমানভাবে গৃহীত হয় সেই লক্ষ্যে তাদের পরিকল্পনায় আছে বিভিন্ন প্রকল্প। আন্তর্জাতিক নারী দিবসের উদযাপনে সোরোপটোমিস্ট ইন্টারন্যাশনাল ক্লাব অফ ঢাকা টাঙাইলের নাগরপুর উপজেলায় আয়োজন করে একটি সচেতনতামূলক সেমিনার।

পুরো আয়োজনটি ছিল নাগরপুর মহিলা কলেজের শিক্ষার্থীদের নারী সচেতনতায় উদ্বুদ্ধকরণে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে।সেখানে উপস্থিত ছিলেন সোরোপটোমিস্ট ইন্টারন্যাশনাল ক্লাব অফ ঢাকা এর চার্টার্ড মেম্বার ও জেনারেল সেক্রেটারি রিজিয়া সালাম, প্যারাগন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সোরোপটোমিস্ট ইন্টারন্যাশনাল ক্লাব অফ ঢাকা এর প্রোগ্রাম একশন অফিসার ইয়াসমিন রহমান, চার্টার্ড মেম্বার ড. নাজ করিম, সফল নারী উদ্যোক্তা ও ক্লাব সদস্য আনিকা নওরিন।

এছাড়াও অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর তাজিন এম মুরশিদ, প্রফেসর ইন ইন্টারন্যাশনাল পলিটিকস এন্ড হিস্ট্রি, লন্ডন ইউনিভার্সিটি। সেমিনারের বিভিন্ন পর্যায়ে উঠে আসে নারী সচেতনতার নানান কথা। ইয়াসমিন রহমান ক্লাবটির বিশ্বব্যাপী কর্মকাণ্ড নিয়ে শিক্ষার্থীদের জানান। প্রফেসর তাজিন- নারী অধিকার, ড. নাজ- মানসিক স্বাস্থ্য, রিজিয়া সালাম- মেন্সট্রুয়াল হাইজিন, ও আনিকা নওরিন মানব সমতায় নারী পুরুষের সমান অংশগ্রহণের উপর বিভিন্ন সেশন গ্রহন করেন। আনিকা নওরিন আরো তুলে ধরেন, মুক্তাগাছায় নারী প্রশিক্ষনের সফলতার কথা। যা পরিচালিত হচ্ছে প্যারাগন এগ্রো ও সরোপটেমিস্ট ইন্টারন্যাশনাল ক্লাবের নেতৃত্বে।

সেমিনার শেষে শিক্ষক ও শিক্ষার্থীসহ উপস্থিত সকলের মাঝে এসিআই ও রেনাটা গ্রুপের পক্ষ থেকে সোরোপটিমিস্ট ইন্টারন্যাশনাল ক্লাব ঢাকা তুলে দেয় শুভেচ্ছা উপহার। ৫০০শিক্ষার্থীর উপস্থিতিতে একটি সফল আয়োজন আগামীতে ক্লাবটিকে আরো এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে তারা প্রত্যাশা করছেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























