মাগুরা প্রতিনিধিঃ “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার ” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরার আন্তর্জাতিক নারী দিবসে সমাবেশ ,বর্ণাঢ্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

এ উপলক্ষে রবিবার সকাল ৯ টায় কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে । র‌্যালীতে স্বেচ্ছাসেবী সংস্থা ব্র্যাক,এডাব,জাতীয় মহিলা পরিষদসহ বিভিন্ন নারী সংগঠনের তিন শতাধিক নারী অংশ নেয় । র‌্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা,রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতনি রানী দত্ত, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম,জাতীয় মহিলা পরিষদ মাগুরা শাখার সভাপতি মমতাজ বেগম,ইতিহাস গবেষক ডা: কাজী তাসুকুজ্জামান ও আরডিসি’র নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু প্রমুখ ।

সভায় বক্তারা নারীর অধিকার ,নারী ও শিশু নির্যাতন বন্ধে নানা সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন ।জেলা প্রশাসনের সহযোগিতায় উপ-পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর ,মাগুরা দিবসের আয়োজন করে ।

শেখ ইলিয়াস মিথুন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে