ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ নিরাপদ খাদ্য নিশ্চিত করে নতুন প্রজন্মকে ভেজাল খাদ্যের হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো.শাহ আলম।
খাদ্যদ্রব্য ও পণ্য উৎপাদক এবং প্রস্তুতকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, মুজিববর্ষে সরকার অনিরাপদ খাদ্যমুক্ত বাংলাদেশের অঙ্গীকার করেছে। আসুন, সবাই এক সঙ্গে হাতে হাত মিলিয়ে সমাজের সব স্তরের জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করি। আমরা শপথ নেই ভেজাল নিজে দেবনা, ভেজাল খাবোনা, ভেজাল দিতে দেব না।
তিনি বলেন, মানুষের পাঁচটি মৌলিক অধিকারের একটি খাদ্যের অধিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।তাই নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আমাদেরকে সফল হতে হবে। তিনি বলেন, মুজিববর্ষে শিল্প ও বন্দর নগরী আশুগঞ্জকেও অনিরাপদ খাদ্যমুক্ত করতে হবে।
‘মুজিববর্ষের অঙ্গিকার, এগিয়ে যাবে স্বাস্থ্য খাত/মুজিববর্ষে অঙ্গিকার করি, নিরাপদ খাদ্য নিশ্চিত করি’ এই স্লোগানকে ধারণ করে কাজ করছে জেলা স্বাস্থ্য বিভাগ। এরই অংশ হিসেবে আশুগঞ্জ বাজারকে একটি আদর্শ বাজার ও নিরাপদ খাদ্য জোনে রূপান্তর করার প্রয়াসে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে চাতালকল মালিক সমিতির কার্য্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিভিল সার্জন এসব কথা বলেন।
আশুগঞ্জ শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. গোলাম হোসেন ইপটির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নপুর সাহা, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, জেলা চাতালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম স্বপন, উপজেলা চাতালকল মালিক সমিতির সভাপতি মো. যোবায়ের হায়দার বুলু, সাধারণ সম্পাদক হাজী মো. হেলাল সিকদার, ডা.সুবল চন্দ্র সাহা, ডা. মো. ঘাসান ও ডা. মো.সুমন সরকার প্রমূখ।
সিভিল সার্জন ডা. মো.শাহ আলম স্থানীয় খাদ্যদ্রব্য ও ওষুধ ব্যাবসায়ীদের ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহবান জানিয়ে বলেন, অন্যথায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি নিরাপদ স্বাস্থ্যের বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ