বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন প্রকল্পের অনুদান পাওয়া পাঁচ চলচ্চিত্রের দুটি সিনেমা দেখবে না আর আলোর মুখ। বাকি তিনটি সিনেমার শ্যুটিং পরবর্তি কাজ চলছে। সময় বুঝে ছবি তিনটি মুক্তি দেবে প্রযোজনা প্রতিষ্ঠান।
দুই বছর আগে ঘোষিত হয় বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের অনুদানকৃত চলচ্চিত্রের নাম। চারটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও একটি প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য দেয়া হয় ষাট লাখ টাকা।
হুমায়রা বিলকিসের পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র মাই লং রোড টু স্কুল, সৈয়দা নিগার বানু পরিচালিত নোনাপানি এবং রতন পালের ইসমাইলের মা’র শ্যুটিং পরবর্তি কাজ চলছে। বন্ধ করে দেয়া হয়েছে বাকি দুটি সিনেমার প্রকল্প। অনুদান দেয়া পাঁচটি চলচ্চিত্রের নাম ঘোষণার পর দুই বছর কেটে গেলেও মুক্তি পায়নি কোনো সিনেমা। তারপরও প্রকল্পটিকে অসফল বলতে নারাজ কর্তৃপক্ষ।
অনুদানকৃত চলচ্চিত্র ছাড়াও বেঙ্গল ক্রিয়েশন প্রযোজিত এন রাশেদ চৌধুরীর চন্দ্রাবতি কথা এবং গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নজাল সিনেমা দুটি আছে সম্পাদনার টেবিলে।