ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার এ স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ও পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
এ উপলক্ষে বৃহস্পতিবার (০৫মার্চ) সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলাা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল প্রমুখ।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা মহিলা  বিষয়ক কর্মকর্তা  তাসলিমা বেগম।নারী সমাবেশে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, এদেশে নারীর সমতা ও ক্ষমতায়নে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

বর্তমানে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর সমতা ও ক্ষমতায়নের মাধ্যমে নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তাই নারীদেরকেও সুন্দর জাতি গঠনে এগিয়ে আসতে হবে।

জহির  সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে