রাজধানীর বেইলি রোডের অফিসার্স কোয়ার্টারের নিজ বাসা থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল কাদের চৌধুরীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।বৃহস্পতিবার রমনা থানার উপপরিদর্শক ইউনুস মোল্লা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আব্দুল কাদের ওই বাসায় একাই বাস করতেন। বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশিরা পুলিশে খবর দেন। পাশাপাশি গত কয়েকদিন ধরে অফিসে না যাওয়ায় তার অফিসের কর্মকর্তারা পুলিশের সাথে যোগাযোগ করেন।পরে বুধবার সন্ধ্যায় অফিসার্স কোয়ার্টারের বাসায় খোঁজ করতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। সেসময় দরজা ভেঙে আব্দুল কাদের চৌধুরীর গলিত মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে