রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ডাকা হরতালে সংবাদ সংগ্রহের সময় পুলিশি হামলার শিকার হয়েছেন এটিএন নিউজের রিপোর্টার ইশান দিদার ও ক্যামেরপারসন আবদুল আলীম।

আহতরা জানান, আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ছবি সংগ্রহ করছিলেন ক্যামেরাপারসন আলীম। এসময় পুলিশের ২/৩ জন সদস্য তাকে ছবি নিতে বাঁধা দেন। এক পর্যায়ে নিচে ফেলে বুট দিয়ে লাথি দিতে থাকেন তারা। এসময় আলীমকে উদ্ধার করতে গেলে রিপোর্টার ইশানের ওপরও হামলা করে পুলিশ। এতে দু’জনই মারাত্মকভাবে আহত হন। পরে অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠায়। এ বিষয়ে রমনা জোনের ডিসি মারুফ হাসানের কাছে জানতে চাইলে তিনি ভুল স্বীকার করে যথাযথ ব্যাবস্থা নেয়ার আশ্বাস দেন।  এ ঘটনায় ১৯ পুলিশ সদস্যকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।এদের মধ্যে এএসআই এরশাদকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। দুই দিনের মধ্যে প্রতিবেদন দিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ডিসি মারুফ হাসান। এদিকে বিদ্যুৎ প্রকল্পের পক্ষে বাগেরহাটের রামপালে মানববন্ধন হয়েছে। খুলনা-মোংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় কর্মসূচির আয়োজন করে ‘দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদ’ নামের একটি সংগঠন। প্রায় ৪ কিলোমিটারব্যাপী এই মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে